বরিশালে করোনা মোকাবেলায় স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ কর্মশালা
বরিশালে করোনা নিয়ে মাঠে কাজ করা প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। করোনা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ ওই কর্মশালার আয়োজন করে।
শুক্রাবার নগরের একে ইনস্টিটিউশন আছালত আলী খান মাধ্যমিকস বিদ্যালয়ে প্রায় ৮০জন স্বেচ্ছাসেবক কর্মশালায় অংশ নেয়।
কর্মশালায় করোনা আক্রান্ত রোগীকে কিভাবে হাসপাতালে পৌছাতে হবে সেবিষয়ে ধারণা দেওয়া হয়। করোনার লক্ষণ সম্পর্কে সচেতন করা এবং গুজবে কান না দেওয়ার জন্য প্রতিটি এলাকায় কর্মসূচি নেওয়ার আহ্বান জানানো হয়। লকডাউন করা বাড়িতে খাবার ও ওষুধ পৌছানো, করোনা আক্রান্ত রোগী মারা গেলে মৃতদেহ বহন, গোসল করানো, জানাজা মাটি দেওয়া কিংবা সৎকার করার বিষয়ে ধারণা দেওয়া হয়। এ ছাড়া পিপিই ব্যবহারের পদ্ধতি এবং পিপিই শোধন করার ব্যবস্থা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরে করোনা রোগী অ্রাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়ার একটা মহড়া অনুষ্ঠিত হয়।
ডা. মণিষা চক্রবর্তী কর্মশালায় সহায়কের ভূমিকা পালন করেন। এর সঙ্গে বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন, রহিমা সুলতানা কাজলসহ অন্যান্যারা সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, লাল সবুজ সোসাইটি, বন্ধু মেলা, খেয়ালী গ্রুপ থিয়েটার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, আভাস, খ্রিস্টান কল্যাান অ্যাসোসিয়েশন, চারুকলা-বরিশাল, জাতীয় কবিতা পরিষদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বরিশাল ব্লাড ডোনার ক্লাব, ডিবেটার্স কমিউনিটি অব বরিশাল, সমর করোনা- টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা গ্রুপ, হিউম্যান সার্ভিস বাংলাদেশ, সজাগ, সহচরী, আইসিডিএ, গণসংহতি আন্দোলন, বিশ^ সাহিত্য কেন্দ্রসহ অন্যান্য সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।